শেষ রবিবারে জমজমাট কলকাতা বইমেলায়


সোমবার,১১/০২/২০১৯
646

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ শহর জুড়ে এক নতুন ছবি। শেষ রবিবারে উপচে পড়ল ভিড় কলকাতা বইমেলা জুড়ে। সপ্তাহের অন্যান্য দিনে ভিড় কিছুটা কম থাকলেও সিরিয়াস পাঠকের সংখ্যা বেশি ছিল। ভালো ভালো বইও বিক্রি হয়েছে। অনেক ক্রেতাই জানালেন, তুলনায় শনিবার বিক্রির হার কিন্তু কিছুটা বেশি ছিল।বইমেলা এমন একটা জায়গা যেখানে বহু পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎই দেখা হয়ে যায়। তারপরে একটু আড্ডা তো জমবেই। শেষ রবিবারে জমজমাট কলকাতা বইমেলা। বইপ্রেমীদের মিলনক্ষেত্র কলকাতা বইমেলা। বহু কলেজ পড়ুয়াদের এদিন ভিড় ছিল চোখে পড়ার মত। নিজের পছন্দের লেখকের বই খুঁজতে অনেকেই এসেছিলেন এদিন। সব মিলিয়ে শেষ রবিবারে জমজমাট হয়ে উঠল কলকাতা বইমেলা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট