প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায়


সোমবার,১১/০২/২০১৯
532

বাংলাএক্সপ্রেস---

শনিবার দেগঙ্গার কালিয়ানি বিল সংলগ্ন একটি পরিতক্ত বাগান বাড়ির পাঁচিল চত্বরে মাটি খুঁড়ে ৫০-৬০টি বোমা উদ্ধার করেছে পুলিশ।বোমাগুলি তিনটি প্যাস্টিক ড্রামের মধ্যে রাখা ছিল।রবিবার উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করা হবে বলে পুলিশ জানিয়েছে।কিছুদিন আগেও ওই একই জায়গায় পাওয়া যায় প্রচুর বোমা।কুল কুড়াতে গিয়ে কয়েক জন শিশু বল ভেবে বস্তায় ভরে নিয়েছিল ৫০ টি বোমা।যদিও স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় বড়ো ধরনের দূর্ঘটনা ঘটেনি সেসময়।সেই বোমা নিস্ক্রিয় করতে আসতে হয়েছিল সি আই ডির বোম্ব স্কোয়াড টিমকে।একই জায়গা থেকে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকয়।আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট