সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে হেলমেট বিতরন


রবিবার,১০/০২/২০১৯
525

আক্তারুল খাঁন---

হাওড়া: সরস্বতী পূজা মানেই বাঙালির ভালেন্টাইন ডে। পূজোর উন্মাদনায় মেতে থাকে আপামর বাঙালি। অতিরিক্ত উন্মাদনায় বাইক চালাতে গিয়ে পথ দুর্ঘটনার সম্মুখীন হয় বহু মানুষ। হেলমেট পড়ে বাইক চালাতে এবং ট্রাফিক আইন সম্বন্ধে মানুষ কে আরও সজাগ করতে সরস্বতী পূজোর দিনেই বিনা হেলমেটের বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে গোলাপ তুলে দিল শ্যামপুর থানার পুলিশ ও ” আমরা শ্যামপুরবাসী” নামের একটি ফেসবুক গ্রুপের সদস্য সদস্যারা।

শ্যামপুর মোড়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় ৩৫ জন বাইক আরোহীর হাতে তুলে দেওয়া হয় হেলমেট। শ্যামপুর থানার পক্ষ থেকে জানানো হয় পুলিশের পাশাপাশি এই ধরনের ফেসবুক গ্রুপ ও স্বেচ্ছাসেবী সংস্থা গুলিকে,এই ধরনের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের পাশে আরও বেশি করে দাঁড়াতে হবে। গ্রুপের সদস্য অর্পণ দাস জানান ট্রাফিক আইন সম্পর্কে মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতা বৃদ্ধি করার জন্য তাদের এই প্রয়াস।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট