আসন্ন লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম ধাক্কা বসপা নেত্রী মায়াবতীর।তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালিন নিজের এবং দলীয় প্রতিক হাতির মূর্তি স্থাপন করেন রাজ্যের সর্বত্র।এর বিরুদ্ধে সরকারি টাকার অপব্যবহার সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী।সেই মামলার পরিপেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ,জনগনের টাকা ফেরৎ দিতে হবে মায়াবতীকে।
২০০৭-২০১২ সালের মেয়াদে কোটি কোটি টাকা খরচ করে পার্ক তৈরি করেন মায়াবতী সরকার।সমস্ত পার্কেই নিজের এবং বসপা দলের প্রতিক হাতির মূর্তি বসিয়ে ছিলেন তিনি।২০০৯ সালে ক্ষমতায় থাকাকালিন এই কর্মকান্ডের জন্য সমালোচিত হলে মায়াবতি বলেন, এগুলি দলিতদের ক্ষমতায়ণ এবং উন্নয়নের প্রতিক।জানা গেছে পার্ক ও মূর্তি গুলি তৈরি করতে সে সময় ১৯৪ কোটি টাকা খরচ হয়েছিল।প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে চলছে মামলার শুনানি।আগামি ২ এপ্রিল এই মামলার পরবর্তি শুনানির দিন ধার্য করা হয়েছে।
মায়াবতিকে মূর্তি তৈরির টাকা ফেরানোর নির্দেশ সর্বোচ্চ আদালতের
রবিবার,১০/০২/২০১৯
676
বাংলাএক্সপ্রেস---