লোকালয় হাতির দল ঢুকে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে নয়াগ্রামে


শুক্রবার,০৮/০২/২০১৯
516

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: লোকালয় হাতির দল ঢুকে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে নয়াগ্রাম থানা এলাকার খড়িকামাথানি বাজারে। শুক্রবার দুপুরে দলছুট হয়ে হঠাৎ খড়িকামাথানি বাজারে ঢুকে যায় একটি দাঁতাল। জঙ্গল থেকে বেরিয়ে দিনে দুপুরে বাজারে হাতি চলে আসায় এলাকায় উত্তেজনা ছাড়ায়।

স্থানীয়রা হাতিকে তাড়া করলে কিছুক্ষণ বাজারে ঘুরে নয়াগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালের পাশের জঙ্গলে ঢুকে যায় দাঁতালটি। বাকি হাতি গুলি লোকালয়ের কাছে মেন রোড পেরিয়ে পাশের ধান ক্ষেত দিয়ে জঙ্গলে ঢুকে যায়। যে ভাবে মানুষ হাতিটিকে তাড়া করে তাতে বড় দুর্ঘটনার অাশঙ্কা ছিল। গত কয়েক দিনে এই হাতির দলটিই দু জনকে আছড়ে মারে। গতকাল নয়াগ্রামের রাঙ্গিয়াম গ্রামে মোহন বিন্ধানী নামে এক বৃদ্ধকে সুরে তুলে আছাড় মেরে পায়ে করে পিষে দেয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট