ঝাড়গ্রামের পাঁচমাথার মোড়ে ধর্না তৃনমূলের


শুক্রবার,০৮/০২/২০১৯
529

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আজ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই দলীয়ভাবে শুরু হয়েছে ধর্না ও অবস্থান কর্মসূচি। সেই মতো ঝাড়গ্রাম জেলা তৃণমূল এর উদ্যোগে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে সকাল দশটা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি।

শুরুতে যেখানে হাজির হয়েছিলেন জেলা নেতৃত্ব ,শুকুমার হাসদা,সহ এক ঝাক তৃনমূল নেতৃত্ব। এর পর একে একে হাজির হন জেলার বিধায়ক ও নেতৃত্বগণ। বিকেল ৫ টা অবধি চলবে। সুকুমার হাসদা বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমাদের এখানেও জেলা তৃণমূলের উদ্যোগে এই কর্মসূচি। কেন্দ্রের মোদী সরকার যেভাবে উন্নয়নের বদলে মুখ বন্ধ করতে বিভিন্ন এজেন্সী দিয়ে দেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করছে। তার প্রতিবাদেই এই ধর্ণা।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট