ভাঙড় মহাবিদ্যালয় মাঠে শেষ হল দুদিনের বারুইপুর মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯।বারুইপুর মহকুমার ৭ টি ব্লকের ১৮০ স্কুলের ছাত্র-ছাত্রীরা ৮২ টি ইভেন্টে অংশ নেয়।আগামি ১৪ এবং ১৫ মার্চ কাকদ্বীপ মহকুমার সাগর ব্লকে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।মহকুমা স্তরে প্রথম ও দ্বিতীয় স্থানাধীকারিরা কেবল জেলা স্তরে অংশ গ্রহণ করতে পারবে।তবে মহকুমা স্তরে প্রত্যেক বিভাগ থেকেঢ়প্রথম তিনজনকে পুরস্কার প্রদান করা হয়।তাদের হাতে তুলে দেওয়া হয় মেডেন ও সার্টিফিকেট।এর আগে প্রতিযোগিরা ব্লক স্তর পেরিয়ে মহকুমা স্তরে উন্নীত হয়।
শেষ হল ২৪তম বারুইপুর মহকুমা বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতা
শুক্রবার,০৮/০২/২০১৯
728
বাংলাএক্সপ্রেস---