আসন্ন ভারত সফরে চোটের জন্য দল থেকে বাদ পড়লেন স্টার্ক


শুক্রবার,০৮/০২/২০১৯
574

বাংলা এক্সপ্রেস---

ভারতের বিরুদ্ধে আসন্ন একদিন ও টি ২০ সিরিজে চোটের জন্য দল থেকে বাদ পড়লেন স্টার্ক। স্টার্কের জায়গায় দলে ফিরলেন কেন রিচার্ডসন। খারাপ পারফর্মেন্সের কারনে ভারতের বিরুদ্ধে দল থেকে বাদ পড়লেন বিলি স্টানলিক ও পিটার সিডিল। ভারতের বিরুদ্ধে চোটের জন্য খেলতে পারবেন না শন মার্শও। তাঁর জায়গায় দলে এলেন ডার্সি শর্ট।

এছাড়াও দলে এলেন নাথান কুলটর-নাইল। “কেইন এই সামারে অসামান্য পারফর্ম করেছেন বিবিএলের সাম্প্রতিক পারফরম্যান্স সহ,” ন্যাশনাল সিলেক্টর ট্রেভার্স  হান্স বলেন। হান্স আরও বলেন,  কেন কেবল অস্ট্রেলিয়ার জন্য একদিনের ক্রিকেট খেলে অভিজ্ঞতাই অর্জন করেননি, তিনি দেশের জন্য অনেক ভাল পারফর্মও করেছেন। দলে বিকল্প হিসাবে নাথান কুলটর-নাইল এসেছে, কঠিন সময়ে বলের পাশাপাশি তিনি ভাল ব্যাটও করে দিতে পারেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট