ঝাড়গ্রামে হাতির হানায় মৃত এক


বৃহস্পতিবার,০৭/০২/২০১৯
544

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম: মেয়ের বাড়ী থেকে আর নিজের বাড়ী ফেরা হল না বয়স ৫৮ ওর মোহন এর। বৃহস্পতিবার ‌‌‌ ঝাড়গ্রাম জেলার নয়গ্রামের রাঙ্গিয়াম এর ঘটনা। জঙ্গল দিয়ে মেয়ের বাড়ী থেকে নিজের বাড়ী ফেরার সময় রাঙ্গিয়াম জঙ্গলে হাতি তুলে আছাড় মারল এক বৃদ্ধ কে। মৃতে নাম মোহন বিন্দানী বয়স ৫৮। সকাল বেলায় মেয়ের বাড়ী রাঙ্গিয়াম থেকে নিজের বাড়ী বড়খাঁকড়ী আসছিল মোহন সাইকেলে করে।

রাঙ্গিয়াম এর জঙ্গল রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ রাস্তার মধ্যে হাতি চলে আসে সামনে পড়ে য়াওয়াও পালাতে পারেনি হাতি শুঁড়ে তুলে আছাড় মারে ,ঘটনা স্হলে মারা যায় মোহন। স্হানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে দলমার একটি পাল নয়াগ্রাম রেঞ্জে ঢুকে পড়ে। ঐ পালটিকে নিয়ে হিমসিম খাচ্ছে বন দপ্ত , কয়েকদিন আগে এক বৃদ্ধাকে নিজের বাড়ীর উঠানে মারে এই হাতির পাল টি। যার ফলে অনত্র সরিয়ে না নিয়ে গেলে বড় সড় ঘটনা ঘটতে পারে এবং গ্রামবাসীদের দারা সমস্যায় পড়তে পারে বন দপ্তর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট