২০১৬ সালের পর এই প্রথম টি২০ সিরিজ হারল পাকিস্থান।সাউথ আফ্রিকার কাছে পরপর দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে অপ্রতিরোদ্ধ পাক ব্রিগেড।সরফরাজ আহমেদের নেতৃত্বে টানা ১১ টা সিরিজ জিতে নজির তৈরি করে তারা।আর সরফরাজের অনুপুস্থিতিতেই থেমে গেল বিজয় রথের চাকা।বুধবার তৃতীয় তথা শেষ টি২০ ম্যাচ পাকিস্থানের কাছে সম্মান রক্ষার লড়াই।অন্যদিকে সাউথ আফ্রিকার লক্ষ পাকবাহিনীকে হোয়াইট ওয়াশ করা।উল্লেখ এই মুহূর্তে পাকিস্থান আসিসির টি২০ ক্রমতালিকায় শীর্ষ স্থানে রয়েছে।অন্যদিকে টি২০ ব্যাটিং তালিকায়ও প্রথম স্থানটি পাক ব্যাটসম্যান বাবর আজমের দখলে।পাকিস্থানি বোলার সাহদাব খান রয়েছেন বোলিং ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে।
টানা ১১ টা সিরিজ অপরাজিত থাকার পর টি২০ সিরিজে হার পাকিস্থানের
বুধবার,০৬/০২/২০১৯
653
বাংলাএক্সপ্রেস---