সবংয়ে তৃনমুল নেতার বাড়িতে গাঁজা চাষের অভিযোগ অভিযান চালালো আবগারী দপ্তর


বুধবার,০৬/০২/২০১৯
495

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১৩ নং বিষ্ণুপুর অঞ্চলের কালিদহচড়া এলাকায় গনেশ প্রামানিক নামে ওই তৃনমুল নেতা বাড়িতে অবৈধ গাঁজা চাষ করত বলে অভিযোগ। মঙ্গলবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে ওই তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় সবং সার্কেল আবগারী দপ্তর। হানাদিয়ে বাড়ির কাছে ৩ কাটা জমিতে ৫২টি গাঁজা গাছ উদ্ধার করে তাতে আগুন জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়। এবং ওই নেতার বাড়ি থেকে ৫কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ওই তৃনমুল নেতার নামে একটি মামলাও শুরু করেছে আবগারী দপ্তর।তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট