সিকে নাইডু ট্রফিতে রানার্স হল বাংলা


বুধবার,০৬/০২/২০১৯
657

বাংলাএক্সপ্রেস:---

সিকে নাইডু ট্রফিতে রানার্স হল বাংলা

বাংলাএক্সপ্রেসশ্রেয়ান চক্রবর্তীর দুরন্ত বোলিং সত্ত্বেও সিকে নাইডু ট্রফির ফাইনালে হার বাংলার।১ উইকেটে পাঞ্জাবের কাছে হেরে কর্ণেল সিকে নায়ুডু ট্রফি রানার্স হল বাংলা।দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ই মূলত আসল পার্থক্য গড়ে দেয়।তবে এই দলের লড়াকু মনোভাবকে কুর্নিশ জানাচ্ছে সবাই।দুই ইনিংসে ৮৪ রান দিয়ে ১০ উইকেট দখল করেন বাংলার শ্রেয়ান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলা – ১৯১ ও ৭৬
পাঞ্জাব – ১৩৩ ও ১৩৭/৯
শ্রেয়ান চক্রবর্তী – ২৮/৪ ও ৫৬/৬

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট