আঁটোসাঁটো বোলিং এর কারনে আগামী কাল থেকে শুরু হওয়া টি ২০ সিরিজে ভারতকে এগিয়ে রাখছেন নিউজিল্যান্ডের প্রাপ্তন পেসার এবং কমেন্টেটর সাইমন ডুল। তিনি আরও বলেছেন, ঋষভ পান্টের মত যুবক ক্রিকেটাররা ভোগাতে পারেন নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড দলে অনেক তরুণ ক্রিকেটার এসেছেন, তাদেরকে নিয়ে কিছুটা হলেও আশাবাদী ডুল। তবে টি ২০ সিরিজ ২-১ ভারত জিতবে বলেও ভবিষৎবাণী করেন ডুল।
শক্তিশালি বোলিং এর জন্য টি ২০ সিরিজে এগিয়ে ভারত : সাইমন ডুল
মঙ্গলবার,০৫/০২/২০১৯
679
বাংলা এক্সপ্রেস---