সিবিআই হানার প্রতিবাদে মধ্যমগ্রামে মিছিল, বারাসতে পথ অবরোধ


মঙ্গলবার,০৫/০২/২০১৯
544

হাবিব উল ইসলাম---

বারাসত: কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হাজির হওয়ার পর থেকেই কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চূড়ান্ত সংঘাত শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার ধর্মতলায় ধর্না মঞ্চ থেকে কেন্দ্রে র মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। মেট্রো চ্যানেলের ধর্না মঞ্চ থেকেই কেন্দ্র সরকারের ‘সংবিধান বিরোধী ও স্বৈরতান্ত্রিক’ পদক্ষেপের বিরুদ্ধে তিনি সোমবার তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতিবাদ কর্মসূচি পালন করবার কথা ঘোষণা করেছিলেন।

তাই মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের ডাকে এদিন বিকালে মধ্যমগ্রামে লোকসভা নির্বাচনের আগে বিজেপি সিবিআইকে দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে এই অভিযোগে বিশাল এক প্রতিবাদ মিছিল বের করে। অন্য দিকে, এই একই অভিযোগে জেলা সদর বারাসতের চাঁপাডালি মোড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিকেল তিনটে নাগাদ পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে । এর জেরে কিছুক্ষণ শহরে যানজটের সৃষ্টি হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট