স্লোভোম বিশ্বকাপ জিতলেন আমেরিকার ম্যাকায়েল শিফরিন


মঙ্গলবার,০৫/০২/২০১৯
595

বাংলা এক্সপ্রেস---

ম্যাকায়েল শিফরিন শনিবার স্লোভোম বিশ্বকাপের ইভেন্টটি তিনি সহজেই জিতে নেন এবং এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে এই মরসুমে তিনি ১৩টি ম্যাচ যেতেন। স্লোভোম বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল স্লোভানিয়াতে।

২৩ বছর বয়সী আমেরিকান যথাযথ ভাবে দৌড় শেষ করলেন এবং তিনি সুইডেনের আনা সোয়ান-লারসন থেকে ০.৭৭ সেকেন্ড  আগে দৌড় শেষ করেছেন। সুইজারল্যান্ডের ওয়ান্ডি হোল্ডেনর তৃতীয় স্থান অধিকার করেন।

এই জয়ের ফলে শিফরিন খুবই উচ্ছসিত। তিনি বলেন, এই সময়টা আমার জন্য খুবই ভাল যাচ্ছে। এটা একটা কঠিন লড়াই ছিল কিন্তু আমার পারফরমেন্সে আমি খুবই খুশি। আমার পুরো দলটি যে কত ভাল কাজ করেছে সেটা আমি বলে বোঝাতে পারছি না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট