বেলডাঙ্গাঃ এক পাট ব্যাবসায়ীর ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য বেলডাঙ্গায়। মৃত ব্যাক্তির নাম দিলীপ কুমার মন্ডল(৫০)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বেলডাঙ্গা থানা এলাকায়। সূত্রের খবর মৃত দিলীপ মন্ডলের বাড়ি নওদা থানার আলমপুর গ্রামে। মৃতের ভাই মনতোষ মন্ডল অভিযোগ করেন তার দাদাকে শুক্রবার রাত্রে বেলডাঙ্গার বাসিন্দা পাট ব্যাবসায়ী আব্দুস সৈয়দ ফোন করে পাটের টাকা নিয়ে যেতে বলেন।
মৃত দিলীপ মন্ডল পাটের দাম হিসাবে প্রায় ১২লাখ টাকা পেতেন আব্দুস সৈয়দের কাছে। দীর্ঘদিন ধরে সেই টাকা পরিশোধ করছিলেন না আব্দুস সৈয়দ। শনিবার সকালে দিলীপ মন্ডল টাকা নিতে আসেন বেলডাঙ্গায়। তারপর বিকেলে বাড়ির লোক খবর পায় দিলীপ মন্ডল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে পরিবারের লোক বেলডাঙ্গায় আসেন এবং মৃতদেহ দেখে তারা জানান যে দিলীপ মন্ডল আত্মহত্যা করেন নি, তাকে খুন করা হয়েছে।
এই বিষয়ে নওদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তারা ব্যাবস্থা নেবে।