মিশরের একটি সমাধিস্থল থেকে ৪০ টিরও বেশি ‘মমি’র উদ্ভাবন করা হল


সোমবার,০৪/০২/২০১৯
1234

বাংলা এক্সপ্রেস---

মিসরের একটি কবরস্থান থেকে নতুন আবিষ্কৃত মমির উদ্ভাবন করা হয়েছে। টলেমি যুগ, যেটি ৩২৩ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল,মমিগুলো হল সেই সময়কার, এটি গত বছর খননকালে আবিষ্কৃত হয়েছিল। এজেন্স ফ্রান্স-প্রেস জানায় যে, চল্লিশেরও বেশি মমি পাওয়া গেছে। মিসরের মন্ত্রীসভার মন্ত্রী খালেদ, শনিবার বিভিন্ন দেশের সাংবাদিক ও কূটনীতিকদের একটি গ্রূপ এই সাইটটি উন্মোচন করেছিলেন। ৪০টি মমিই বিশাল ধন সম্পত্তির কোন পরিবার সাথে যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে।

মিশরীয় মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, মমির কয়েকজনকে পাথর বা কাঠের সারকোফাগির ভিতরে কবর দেওয়া হয়েছিল এবং অন্যান্যদেরকে সমাধিগুলির ভেতরে দাফন করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে মিশরের মিনিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণামূলক সংস্থা বলেছে, কবরস্থানে অবস্থিত একটি সমাধি যা একটি আয়তক্ষেত্রাকার চেম্বারে খোলা সিঁড়ির দিকে অগ্রসর হয়। পরের দিকে মমির আরেকটি চেম্বার পাওয়া যায়।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট