পশ্চিম মেদিনীপুর: চালক গাড়ির গগতিবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় নিয়ন্ত্রন হারিয়ে নয়ানজুলিতে নামল গাড়ি। আর সেই দূর্ঘটনায় আহত হল এক স্কুল ছাত্রী সহ প্রায় দশজন যাত্রী।ঘটনাটি ঘটেছে বেলদা থানার নেকুড়সেনিতে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে একটি স্করপিও গাড়ি মনোহরপুর থেকে যাত্রী বোঝায় করে বেলদার দিকে আসার সময় একটি ডাম্পার কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে উল্টে যায় বলে যাত্রীদের দাবী। প্রথমে স্থানীয়বাসিন্দারা ও পরে বেলদা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত দের উদ্ধার করে বেলদা গ্রামীন হাসপাতালে ভর্তি করে । গুরুতর অবস্থায় সকলে ভর্তি বেলদা গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।
নিয়ন্ত্রন হারিয়ে নয়ানজুলিতে স্করফিউ – এক স্কুল ছাত্রী সহ আহত প্রায় ১০
শুক্রবার,০১/০২/২০১৯
595
বাংলা এক্সপ্রেস---