মধ্য কোলকাতার ৪০ নং ওয়ার্ডের উদ্দোগে অনুষ্ঠিত তিন দিনের পুষ্প মেলা শেষ হল বুধবার। মেলায় উপস্থিত ছিলেন মহানাগরিক মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সি, স্থানীয় কাউন্সিলার প্রমুখ। নানা রঙ ও গন্ধের ফুলের পাশাপাশি বিভিন্ন প্রকার ফল ও সবজি প্রদর্শিত হয়। কোলকাতার ছাড়াও দুই ২৪ পরগণা, হাওড়াসহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এখানে আসেন।
তিন দিনের পুষ্প মেলা শেষ হল বুধবার
শুক্রবার,০১/০২/২০১৯
792
বাংলা এক্সপ্রেস---