নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার হ্যামিলটনে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের মেয়েরা ৮ উইকেটে হারিয়ে দিল মিতালি রাজদের। শুক্রবার প্রথমে ব্যাট করে ভারত তোলে মাত্র ১৪৯। জবাবে ব্যাট করতে নেমে ২৯.২ ওভারেই ১৫৩/২ তুলে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। নিজের ২০০ তম ম্যাচে পরাজয়ের সন্মুখীন হতে হল ভারতকে। আগের ম্যাচ গুলিতে দারুন মেজাজে দেখা গিয়েছিল ভারতীয় দলকে। কিন্ত হ্যামিল্টনে হারের মুখ দেখতে হল মিতালী রাজকে।
নিজের ২০০ তম ম্যাচে হারের মুখ দেখতে হল মিতালি রাজকে।
শুক্রবার,০১/০২/২০১৯
587
বাংলা এক্সপ্রেস---