ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বরযাত্রী বোঝাই গাড়ির


মঙ্গলবার,২৯/০১/২০১৯
496

বাংলা এক্সপ্রেস---

বেলডাঙ্গাঃ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বরযাত্রী বোঝায় গাড়ির। ঘটনায় মৃত তিন ও আহত আরও ছয় জন। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে রেজিনগর থানার মরাদিঘী মোড় ৩৪নং জাতীয় সড়কের উপরে। সূত্রের খবর এদিন রাত্রে একটি বরযাত্রী বোঝায় একটি ছোট গাড়ি বেলডাঙ্গার জালালপুর থেকে রেজিনগরের মাঙ্গনপাড়া গ্রামে যাচ্ছিল। সেই সময় বেলডাঙ্গা রেজিনগরের মাঝামাঝি এলাকায় মরাদিঘী মোড় ৩৪নং জাতীয় সড়কের উপর কোলকাতা থেকে বহরমপুর গামী একটি ১২চাকার ট্রাক মুখোমুখি সজোরে ধাক্কা মারে বরযাত্রী বোঝায় গাড়িতে।

দুর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধারে হাত লাগায়। আহতদের উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় একজনের। মৃতের নাম সবুর আলি(৪৮)। বাকীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যু হয় খোকন ঘোষ(৩৮) এবং কৃষ্ণ ঘোষ(৩৭) নামে আরও দুই ব্যাক্তির। মৃতদের প্রত্যেকেরই বাড়ি বেলডাঙ্গার জালালপুর এলাকায়। ৪জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কোলকাতায় স্থানান্তরিত করা হয় বাকী ২জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা ৩ আহত মোট ৬। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট