কিউয়িদের ঘরে গিয়ে দু’‌ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়


সোমবার,২৮/০১/২০১৯
670

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ ভারতীয় দল এখন দুরন্ত ফর্মে রয়েছে তা আবার প্রমান করল ভারতীয় ক্রিকেটাররা। বিদেশ সফরে জোড়া সাফল্য পেল বিরাটের ভারত। আজ প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড দল । আজ প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে কিউয়িরা তোলে ২৪৩ রান। রস টেলর ৯৩ ও টম লাথাম ৫১ রান ছাড়া কেউ বড় রান করতে পারেননি। বে ওভালে দ্বিতীয় ম্যাচেই পাহাড়প্রমাণ ৩২৪ তুলেছিল টিম ইন্ডিয়া। তাই ২৪৪ রানের লক্ষ্য যে ভারতের কাছে খুব কঠিন হবে না তা জানাই ছিল। হয়ওনি। ৪৩ ওভারেই ২৪৫/‌৩ তুলে ম্যাচ ও সিরিজ পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। সাত উইকেটে বিরাট জয়। সব বিভাগেই একেবারে পর্যুদস্ত কিউয়িরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট