সন্দেহজনক বোলিং একশনের পরিক্ষা দিতে ব্যার্থ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না আম্বাতি রায়াডু।চলতি মাসের ১৩ তারিখে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের ম্যাচে রায়াডুর বোলিং একশন নিয়ে রিপোর্ট জমা দেন।আইসিসির নিয়মানুযায়ি অন্ধ্রপ্রদেশের ক্রিকারটি ১৪ দিনের মধ্যে বোলিং একশনের পরিক্ষায় যোগ দেননি।যতো দিননা তিনি প্রমাণ দিচ্ছেন যে ,তার বোলিং একশন বিধিসম্মত ততো দিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না।৪৯ টি ওডিআই ম্যাচে রায়াডু মাত্র ১২১ টি বল করেছেন।আন্তর্জাতিক টি২০ টিতে তিনি কোন বল করেননি।ঘরোয়া ক্রিকেটে অবশ্য বল করতে কোন বাধা নেই ভারতীয় দলের এই পার্টটাইম বোলারটির।
নিষিদ্ধ রায়াডু,কিন্তু কেন কারণ জেনে নিন
সোমবার,২৮/০১/২০১৯
587
বাংলা এক্সপ্রেস---