বাৎসরিক পুস্তক প্রদান ছাত্রছাত্রীদের


শনিবার,২৬/০১/২০১৯
474

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: বাবার স্মৃতির উদ্দেশ্যে বাৎসরিক পুস্তক বিতরণ অনুষ্ঠান। বেলদার গান্ধিপার্কে আয়োজিত হয় এই পুস্তক বিতরণী অনুষ্ঠানের। বেলদার এক ব্যক্তি সুজিত চক্রবর্তী তার বাবার স্মৃতির উদ্দেশ্যে বেলদা সহ পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতন করেন।

শনিবার সাধারণতন্ত্র দিবসের দিন বেলদা গান্ধীপার্কে আয়োজিত পুস্তক প্রদান অনুষ্ঠানে ৩০ টি বিদ্যালয় মিলিয়ে প্রায় ৪৬০ জন ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজকদের আলোচনা সভার আয়োজন করা হয় এদিন। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন স্বামী মিলনানন্দজী মহারাজ।

উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সীতাংশু শেখর রায় মহাপাত্র, দাঁতন হাইস্কুলের প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দ, দেউলি সুধীর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মাজি, লোক কবি পরেশ বেরা, জন্মেঞ্জয় সাহু প্রমুখ ব্যক্তিত্ব। পড়াশুনায় সকল কে মনযোগী হয়ে এবং পাঠ্যপুস্তক পড়ার উপর জোর দিতে বলেন উপস্থিত সকলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট