ফের নাবালিকার বিয়ে রদ করল প্রশাসন


শনিবার,২৬/০১/২০১৯
500

বাংলা এক্সপ্রেস---

হরিহরপাড়াঃ হরিহরপাড়ায় ফের নাবালিকার বিয়ে রদ করল প্রশাসন। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা কাবেজুদ্দিন বিশ্বাস তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেছিলেন নওদা থানার মধুপুর গ্রামে। নাবালিকা রেবা খাতুন(১৫) শ্রীপুর জুনিয়র  হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। শুক্রবার  ছিল তার বিয়ের দিন। পাত্র পেশায়  শ্রমিক।

গোপনে বাল্যবিবাহের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নাবালিকার বাড়িতে যান বিডিও পুর্নেন্দু সান্যাল, জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত, কন্যাশ্রী যোদ্ধা, সিনির কর্মী ও হরিহরপাড়া  থানার পুলিশ। বাড়িতে গিয়ে প্রশাসনিক কর্তারা দেখেন আয়োজন প্রায় শেষ। নাবালিকার পরিবারকে বোঝানো হয় বাল্যবিবাহের কুফল ও আইন সম্পর্কে।

পরিবারেরর তরফে মুচলেকা দেওয়া হয় মেয়ে সাবালিকা হলে তবেই তার বিয়ে দেওয়া হবে। জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত বলেন নাবালিকা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার ব্যবস্থা করবে প্রশাসন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট