জলঙ্গি থেকে ৩১টি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ


শুক্রবার,২৫/০১/২০১৯
496

বাংলা এক্সপ্রেস---

জলঙ্গীঃ মুর্শিদাবাদের জলঙ্গি থানার টলটলি গ্রাম থেকে ৩১টি তাজা সকেট বোমা উদ্ধার করল জলঙ্গী থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জলঙ্গী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে টলটলি এলাকার একটি দোকানের পাশে মাটির তলা থেকে ড্রাম ভর্তি সকেট বোমা উদ্ধার করলো। বোমা উদ্ধারের পর থেকে গ্রামের বেশ কয়েক জন পলাতক বলে জানা গিয়েছে। বোম্বস্কোয়ার্ড অফিসারকে খবর দেওয়া হলে শুক্রবার দুপুরে সকেট বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। তবে কে বা কারা বোমগুলি এখানে রেখেছিল তদন্ত করছে জলঙ্গী থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট