পুর্ণবয়স্ক হরিনের মৃত্যু তে এলাকায় চাঞ্চল্য


শুক্রবার,২৫/০১/২০১৯
603

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: একটি পুর্ণবয়স্ক হরিনের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে গোয়ালতোড়ের পাথরপাড়ার লালবাঁধ এলাকায়। স্থানীয়সুত্রে জানা গিয়েছে এদিন সকালে গ্রামের মানুষ বাঁধের দিকে গেলে হরিন টিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারাই বনদপ্তরে খবর দিলে বনকর্মীরা মৃত হরিনটিকে তুলে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। বনদপ্তরের প্রাথমিক অনুমান হরিন টি রাত্রে খাবার খেতে বেরিয়েছিল। জমিতে কেউ কিটনাশক প্রয়োগ করেছিল। সেই কিটনাশক প্রয়োগ করা শস্য খাওয়ার দরুন মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও হরিন টির শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট