অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দলছুট দুই হাতির তান্ডব


শুক্রবার,২৫/০১/২০১৯
468

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: ফের দলছুট দুই হাতি জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে তান্ডব চালাল। রাতভোর হাতি দুটি তান্ডব চালায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের আমশোল গ্রাম পঞ্চায়েতের আঁধারনয়ন বিটের সামারমারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ওই কেন্দ্রের দরজা ভেঙ্গে মিডডে মিলের চাল ডাল খেয়ে বাইরে বার করে ছড়িয়েছে। এছাড়াও মিড ডে মিলের রান্নার আসবাব সহ ডিমের পেটিও নষ্ট করে হাতি দুটি।

ওই কেন্দ্রের সামনে একটি বাগানেও তছনছ করেছে দলছুট দুটি হাতি। সকালেই খবর পায় ওই কেন্দ্রের কর্মী কৃষ্ণা মুখার্জী। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে এলাকায় যায় আঁধারনয়ন বিটের অফিসার সন্দীপ বিশ্বাস। গতকাল রাতে হঠাৎ এলাকায় হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। পরে নিজেরাই বেরিয়ে এসে হাতি তাড়াতে উদ্দ্যত হয়। লাগাতার এই দুটি দলছুট হাতি মাঝেমধ্যে এলাকায় ঢুকে তান্ডব চালাচ্ছে যারপরনাই আতঙ্কে মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট