রঙিন শাড়ি আর নাচের ছন্দবন্ধে মেতে উঠলো জঙ্গলমহল উৎসব


বৃহস্পতিবার,২৪/০১/২০১৯
601

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম : রঙিন শাড়ি আর নাচের ছন্দবন্ধে কুমুদকুমারী বিদ্যালয়ের মাঠে ঢুকছে একের পর এক নৃত্যগোষ্ঠী। ঝাড়গ্রাম শহরে শুরু হল জঙ্গলমহল উৎসব ২০১৯। এ বার উৎসবের পঞ্চম বর্ষ। ঝাড়গ্রাম শহরের কুমুদ কুমারী ইনস্টিটিউশন মাঠে ২৪ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত আটদিন ধরে চলবে উৎসব। জঙ্গলমহল উৎসব ২০১৯ এর শুভ সূচনা করলেন পার্থ চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ ড. সুকুমার হাঁসদা ,পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাত, ঝাড়গ্রামের জেলাশাষক আয়েসা রানী এ,পশ্চিম মেদিনীপুরের জেলাশাষক,নয়াগ্রাম ও গোপিবল্লভপরের বিধায়ক, উজ্জ্বল দত্ত সহ বিশিষ্ঠ আধিকারিকবৃন্ত।

পার্থ চ্যাটার্জী জানান মানুষ যখন আনন্দে থাকে খুশিতে থাকে অভাব বোধ কম হয় তখন মানুষ বিকশিত হয়। তবু অনেকে এই সাধারন মানুষ দের ভুল বোঝাবার চেষ্টা করে, উন্নয়নের পথ থেকে সরে যাওয়ার জন্য যা যা করা দরকার হয়ত কিছু মানুষ তাই করে | ভুল বোঝাতে থাকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যে হাসিতে শান্তিতে ,সম্প্রতিতে এই অনুষ্ঠান করছি এতিহ্যকে বজায় রাখছি তাই এই জঙ্গল মহল উৎসব আরো বড় হোক এই অনুষ্ঠানে আরও মানুষ যোগ দিক।

আটদিনের এই উৎসবে পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই সাতটি জেলার লোকশিল্পীরা যোগ দেন।উৎসবে সরকারি বিভিন্ন দপ্তরের ৪২ টি স্টল, পাঁচটি সুদৃশ্য প্যাভেলিয়ন, একটি বৃহৎ কারিগরি হাট রয়েছে।এবছর ১০ হাজার লোক শিল্পী অংশগ্রহণ করে এই উৎসবে। উদ্বোধনের দিন ১৬০০ লোক শিল্পী তাদের বিভিন্ন প্রদর্শনী দেখায়। গত বছর জঙ্গলমহল উৎসবে ২৬ লক্ষ টাকার জিনিস পত্র বিক্রি হয়েছিল।

পাশাপাশি এবারে মূল আকর্ষণ থাকবে বিরসা মুন্ডা, স্বামী বিবেকানন্দ  ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর সংক্ষিপ্ত জীবনী নিয়ে লেজার শো দেখানো হবে। গত বছর পশ্চিম অঞ্চল উন্নয়ন দফতরের পরিচালনায় এবং উদ্যোগে লেজারের সাহায্যে ক্ষুদিরাম এবং সিধু,কানহুর জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছিল। এবারে জঙ্গলমহল উৎসবের মূল মঞ্চটিতে লোক শিল্পীদের হাতের তৈরী কারুকার্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

উল্লেখ্য অন্যান্য বারের মতো এবারেও ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া,পুরুলিয়া,বীরভূম এবং পশ্চিম বর্ধমানের যে সব ব্লক গুলি জঙ্গলমহল বলে পরিচিত সেই সব ব্লক গুলিকে নিয়েই অনুষ্ঠিত হচ্ছে জঙ্গলমহল উৎসব। জঙ্গলমহল উৎসবে জঙ্গলমহলের ২৪ টি ব্লকের লোক শিল্পকে তুলে ধরতে বিশেষ মঞ্চ করা হয়েছে। উৎসব প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেছেন উৎসাহী মানুষজন। উৎসবে থাকছে চাঙ-নাচ, রণ পা নাচ, পাতা নাচ, করম নাচ, বাহা নাচ, ভুয়াং নাচ, সাড়পা নাচ, ঘোড়া নাচ, নাটুয়া নাচ, পাইক নাচ, ঢালি নাচ, রায়বেশে নাচ প্রভৃতি। থাকছে ঝুমুরগান, ভাদুগান, বাউলগান-সহ নানা ধরণের লোকনৃত্য দেখার ও লোকসঙ্গীত শোনার সুযোগ। উৎসব ঘিরে সেজেও উঠেছে কুমুদকুমারী বিদ্যালয় প্রাঙ্গণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট