এসএফআইয়ের মিছিল, বিক্ষোভ


বৃহস্পতিবার,২৪/০১/২০১৯
705

বাংলা এক্সপ্রেস---

কলকাতা: রাজ্য সরকারের শিক্ষা নীতির বিরুদ্ধে গর্জে উঠল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। মঙ্গলবার শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল সংগঠিত করে তারা। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভেও বসে পরে আন্দোলনকারীরা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ইন্টার্ণ শিক্ষক নিয়োগের সরকারি ভাবনার কড়া সমালোচনা করা হয় এদিনের মিছিল থেকে।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, রাজ্যের শিক্ষা ব্যাবস্থাকে ভেঙে দিতে চাইছে রাজ্য সরকার। কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বন্ধ করে গনতন্ত্রকে হত্যা করা হয়েছে। অবিলম্বে নির্বাচনের দাবি জানান তিনি।
শুধু এরাজ্যেই নয়, গোটা দেশ জুড়ে আন্দোলনের কর্মসূচি নিয়েছে এসএফআই। কৃষক আন্দোলনের ধাঁচে আগামী ফেব্রুয়ারিতে পার্লামেন্ট হাউজ অভিযান করা হবে ছাত্রযুবদের পক্ষ থেকে, জানালেন সৃজন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট