নিউজিল্যান্ড একদিনের দলে ফিরলেন সান্তনার, গ্রান্ধ্যাম


মঙ্গলবার,২২/০১/২০১৯
603

বাংলা এক্সপ্রেস---

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে এলেন কলিন দে গ্রান্ধ্যাম এবং মিচেল সান্তনার। চোটের আঘাতে ভুগতে থাকা নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার সান্তনারকে কয়েক মাস ধরে দলের বাইরে থাকতে হয়। কয়েকদিন আগে শ্রীলঙ্কার সাথে একমাত্র টি ২০ ম্যাচে সান্তনার সুযোগ খেলার সুযোগ পেয়েছিলেন।

অন্যদিকে পেসার অলরাউন্ডার জেমস নিশামের অনুপস্থিতিতে দলে ঢুকলেন গ্রান্ধ্যাম। পাকিস্তানের বিরুদ্ধে স্পিন সহায়ক জঘন্য পারফর্ম করার পর দলের বাইরে চলে গিয়েছিলেন গ্রান্ধ্যাম কিন্তু ঘরের আবার ভারতের বিরুদ্ধে দলে আনা হল। দ্বিতীয় বারের জন্য গ্রান্ধ্যামের উপর ভরসা করে দলে আনলেন নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। এখন দেখার গ্রান্ধ্যাম টিম ম্যানেজমেন্টের সেই ভরসার মর্যাদা রাখতে পারেন কিনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট