পশ্চিম মেদিনীপুর: বাসের ধাক্কায় আহত বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি থানার ফান্দাড় মোড়ের কাছে। জানা গিয়েছে, আহত ওই ব্যক্তির নাম অনন্ত সিং(৭০) বাড়ি বেলদা থানার বনতটা গ্রামে। স্থানীয়দের দাবি অনন্ত বাবু ফান্দাড়ে মেলা দেখতে এসেছিলেন। হঠাৎ ই রাস্তার ধারে থাকা ওই ব্যক্তি কে আচমকাই ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বেলদা গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। ওখানে চিকিৎসাধীন আহত ব্যক্তি।
বাসের ধাক্কায় আহত বৃদ্ধ
সোমবার,২১/০১/২০১৯
471
কার্ত্তিক গুহ---