ঝাড়গ্রাম: অঞ্জাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে । মৃতদেহটি উদ্ধার হয়েছে ঝাড়গ্রাম শহরের কাঞ্চন মিল সংলগ্ন এলাকার জঙ্গল থেকে। পুলিশ সূত্রে জানাগেছে, আজ স্থানীয় মানুষজন জঙ্গলের পাশ দিয়ে পুকুরে যাওয়ার সময় ওই মহিলার রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখে ঝাড়গ্রাম থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মহিলার মৃতদেহটির পাশ থেকে একটি মোবাইল ও ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মহিলাকে খুন করা হয়েছে।
ঝাড়গ্রামে অঞ্জাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার
সোমবার,২১/০১/২০১৯
557
কার্ত্তিক গুহ---