বুনো শুয়োরের উপদ্রবে ঘুমছুটেছে চাষিদের


সোমবার,২১/০১/২০১৯
675

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নং ব্লকের কাশিয়াড়া এলাকায় সন্ধ্যে নামলেই বুনো শুয়োরের উপদ্রবে ঘুমছুটেছে চাষিদের।চাষীরা রাতে আলু জমিতে জল দেওয়ার সময়ই চাষীদের নজরে আসে বুনোশুয়োর গুলি। এ পর্যন্ত সবজি সহ আলু জমি তে ফসল খেয়ে নষ্ট করেছে বিশালাকার বুনোশুয়োর গুলি। চাষীদের অভিযোগ সন্ধে নামলেই চাষের জমিতে নেমে আলু সবজি খেয়ে পাশেই রুপনারায়ন নদীর পাড়ে থাকা বনে ঢুকে পড়ে। দিনের বেলায় দেখতে পাওয়া যায় না। এ যাবত ওই এলাকার বহু চাষীর ক্ষয়ক্ষতি করেছে বুনোশুয়োরের দলটি।

ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ চাষীরা, আতঙ্কিত গ্রামের মানুষও। ক্ষয়ক্ষতি এড়াতে সন্ধে নামলেই টায়ার, খড় দিয়ে আগুন জ্বালিয়ে চাষের জমি পাহারা দিতে হয় চাষীদের,খবর পেয়ে এদিন সকালে কাশিয়াড়া গ্রামে যায় দাসপুর সুলতাননগর বিটের বনদপ্তরের কর্মীরা। ওই বিটের বিট অফিসার আশিষ ব্যানার্জী জানান, খবর পেয়ে এলাকায় কর্মীরা গেছে। আলু, ফুল সহ কিছু সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। সম্ভবত রুপনারায়ন নদীতে জল না থাকায় নদী পেরিয়ে কাশিয়াড়া এলাকায় ঢুকে পড়েছে এগুলি। কর্মীরা এলাকায় থাকবে, আজ রাতেই বোম ও হুলার সাহায্য এলাকা থেকে সরানোর কাজ চলবে। ক্ষয়ক্ষতির বিষয়টিও খতিয়ে দেখা হবে। চাষের ক্ষতি ছাড়া এখনও পর্যন্ত বন শুয়োরের দল গ্রামবাসীদের উপর কোনও আক্রমন করেনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট