নিজস্ব প্রতিবেদন ঃ আজ সকাল থেকেই জনজোয়ার ব্রিগেড চত্বরে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে মিছিল এসে পৌঁছেছে ব্রিগেড চত্বরে। কলকাতা শহরের বিভিন্ন দিক থেকে মিছিল আসতে শুরু করেছে। ব্রিগেডের উদ্দেশ্যে তাঁরা রওনা হয়েছে। লাখো জনতার সমগম আজ ব্রিগেড চত্বর জুড়ে। জাতীয় স্তরের নেতারাও হাজির হয়েছেন । দলীয় পতাকা নিয়ে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন কর্মি সমর্থকরা। এই মুহুর্তে গোটা শহর জুড়ে জনপ্লাবন। আজ সকাল থেকেই কর্মীদের জনস্রোত ব্রিগেডমুখি।
জনজোয়ার ব্রিগেড চত্বরে
শনিবার,১৯/০১/২০১৯
880
বাংলা এক্সপ্রেস---