মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অস্থায়ী কর্মীদের বকেয়া বেতনের দাবিতে ডেপুটেশন জেলা যুব কংগ্রেসের


শুক্রবার,১৮/০১/২০১৯
700

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০১১ সালে সুইপারের কাজে অস্থায়ী ভাবে মাসিক ১৬০০ টাকা বেতনের বিনিময়ে কাজে যোগ দেন। ২০১৬ সাল থেকে তাদের বেতন বেড়ে ২৬০০ টাকা হয় এবং তাদের বেতনের টাকা তারা ব্যাঙ্কের মাধ্যমে পেতে থাকেন। কিন্তু গত ৬ মাসের বেতনের প্রাপ্য টাকা আর তারা পাচ্ছেন না। এই সব গরীব খেটে খাওয়া মানুষ গুলোর স্বল্প বেতনও দেওয়া হচ্ছে না।

এর প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস ঐ সব অসহায় মানুষদের সঙ্গে করে নিয়ে গিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের কাছে স্মারকলিপি জমা করি। প্রিন্সিপাল সমস্যাটির কথা স্বীকার করে নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। আমার সাথে আমার সহকর্মী অনুপম, সানি, পাণ্ডা, ঋনা সহ যুব কংগ্রেসের আরও অনেকে ছিলেন। যদি না দ্রুত সমস্যার সমাধান হয় তবে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবো।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট