সারা মাস ব্যাপী পথ নিরাপত্তা দিবসের শুভ সূচনা করল মুর্শিদাবাদ জেলা পুলিস


শুক্রবার,১৮/০১/২০১৯
537

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদঃ সেফ ড্রাইভ সেভ লাইফ সারা মাস ব্যাপী মাসিক পথ নিরাপত্তা দিবসের শুভ সূচনা করল মুর্শিদাবাদ জেলা পুলিস। বৃহস্পতিবার বিকেলে বহরমপুর ব্যারাকস্কোয়ার ময়দানে এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার মুকেশ কুমার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর থানার আই সি সনৎ দাস, অতিরিক্ত জেলাশাসক সাধারন দেবতোষ মন্ডল, অতিরিক্ত জেলা পুলিস সুপার অনিশ সরকার, বহরমপুর মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়, মহিলা ওসি ময়ূরী ঘোষ সহ অন্যান্য আধিকারিকগন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং বাস ও ট্রাক চালকেরা।

অনুষ্ঠান শেষে জেলা পুলিস সুপার মুকেশ কুমার জানান যে, আজ থেকে পথ নিরাপত্তা মাস শুরু হল। এক মাস ধরে চলবে এই অনুষ্ঠান। এছাড়াও চলবে স্কুল, কলেজ এবং সাধারন মানুষের জন্য সচেতনতা শিবির। কেউ দ্রুত গাড়ি যাতে চালানো না হয় এবং মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালায়, হেলমেট পড়ে সকলকে গাড়ি চালাতে বাধ্য করানো এছাড়াও যারা বাইকের পিছনে থাকবে তাকেও হেলমেট ব্যাবহার তার ব্যাবস্থা করা হবে। এটা গোটা জেলা জুড়ে চলবে। ২০১৮সালে রাজ্যের মধ্যে সব থেকে কম দুর্ঘটনা ঘটেছে এমনকি মৃত্যুও কম হয়েছে মুর্শিদাবাদ জেলাতে। যদিও ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২জনের মৃত্যু হয়েছে এই জেলায়। তারপরেও রাজ্যের মধ্যে কম দুর্ঘটনার দিক থেকে এগিয়ে মুর্শিদাবাদ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট