ধারাবাহিক ‘নেতাজি’ নিয়ে টেলি-দর্শকের প্রবল আশা রয়েছে


শুক্রবার,১৮/০১/২০১৯
3542

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ নেতাজীর দেশনায়ক হয়ে ওঠার কাহিনী নিয়ে শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক। স্বাভাবিক ভাবে এই ধারাবাহিক ঘিরে টেলি দর্শকদের মধ্যে প্রবল আশা রয়েছে। এই ধারাবাহিকের প্রমো লঞ্চ হওয়ার সাথে সাথে মুহুর্তের মধ্যেই সাড়া ফেলে দিয়েছিল। এর আগে অনেকের নিয়ে নানা ধারবাহিক এসেছে বাংলা সিরিয়ালে, কিন্তু এবার একেবার এক অন্য চরিত্র নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক “নেতাজী “। যুগের আলোড়ন সৃষ্টিকারী নায়ক সুভাষের ঘরের ছেলে থেকে দেশনায়ক হয়ে ওঠার কাহিনী শুরু হয়েছে  জি বাংলায়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী , আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ছিলেন … তিনি। এছাড়া সুভাষ চন্দ্রের জীবনের শৈশব থেকে ভারতের জাতীয় আন্দোলনে যোগ দেওয়ার কাহিনী এবার দেখা যাবে জি বাংলার পর্দায় ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট