বিগ্রেডের সমাবেশের ৪৮ঘন্টা আগে জলঙ্গীতে শাসক দল তৃনমূল কংগ্রেসে যোগদান করল সিপিএম বিধায়ক


বৃহস্পতিবার,১৭/০১/২০১৯
498

বাংলা এক্সপ্রেস---

জলঙ্গীঃ কোলকাতার বিগ্রেডের সমাবেশের ৪৮ঘন্টা আগে বিগ্রেডের প্রস্তুতি সভায় জলঙ্গীতে শাসক দল তৃনমূল কংগ্রেসে যোগদান করল মুর্শিদাবাদ জেলার আরও এক বিধায়ক। এবার শাসকদল তৃনমূল কংগ্রেসে যোগদান করল মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিধানসভার সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মন্ডল।

বৃহস্পতিবার দুপুরে জলঙ্গী কলেজ ময়দানে মুর্শিদাবাদ জেলার তৃনমূল কংগ্রেস পর্যবেক্ষক তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিগ্রেডের প্রস্তুতি সভায় জলঙ্গীর সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মন্ডলের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন।

উল্লেখ্য সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মন্ডলের যোগদানের ফলে জেলার রাজনৈতিক চিত্রটি হল তৃনমূল কংগ্রেস ১২, সিপিএম ২ এবং কংগ্রেস ৮। এদিনের যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, নওদা বিধায়ক আবু তাহের খান, লালবাগ বিধায়ক শাওনি সিংহ রায়, জেলা তৃনমূ সহ সভাধিপতি অশোক দাস সহ অন্যান্য নেতা নেত্রীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট