ঝাড়গ্রাম পুলিশের নয়া উদ্যোগ ‘লক্ষ্যভেদ’


বৃহস্পতিবার,১৭/০১/২০১৯
484

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: বেসরকারি কোচিং ভর্তি হতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। যারা মেধাবী কিন্তু সাধারন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়ে তারা সেই টাকা দিতে পারে না। অথচ তারা পড়তে চায় এবং নিজের পায়ে দাঁড়াতে চায়। তাদের জন্যই এগিয়ে আসল ঝাড়গ্রাম জেলা পুলিশ। তাদের নয়া উদ্যোগ ‘লক্ষ্যভেদ’। WBCS, SSC, PSC, Rail সহ অন্যান্য পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যাবস্থা করল ঝাড়গ্রাম জেলা পুলিশ।

ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া তেও আবেদন পত্র চাওয়া হচ্ছে। ‘লক্ষ্যভেদে’ প্রশিক্ষণ নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের কে একটি স্ক্রিনিং টেস্টে পাশ করতে হবে। ঝাড়গ্রাম জেলা পুলিশের ওয়েবসাইটে (www.jhargrampolice.in) গিয়ে একটি আবেদন করলেই এই পরীক্ষায় বসতে পারবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষাটি গত ১৫.০১.২০১৯ বিকেল ৪টের সময় বিনপুর PS ও বেলিয়াবাড়া PS এ হয়।

বিভিন্ন সরকারি পরীক্ষার আবেদনের ফিজ ও দেওয়া হবে। এবং কোচিং এ আসার যাবতীয় খরচও বহন করবে ঠিক এমনটাই জানানো হয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশের দেওয়া সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনটিতে। সূত্রের খবর এর মতো আরও অনেক উদ্যোগের পেছনে রয়েছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট