শ্বশুরবাড়ীর অশান্তি না সহ্য করতে পেরে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা গৃহবধুর


বৃহস্পতিবার,১৭/০১/২০১৯
539

কার্ত্তিক গুহ---

পশ্চিম মেদিনীপুর: পনের টাকা না পাওয়ায়, শ্বশুরবাড়ীর অশান্তি না সহ্য করতে পেরে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বেলদা থানার ফতেপুর গ্রামে। প্রিয়াঙ্কা রাউল(পুজা) নামে বছর ২০-র ওই গৃহবধূ বৃহস্পতিবার ভোররাতে গলায় দড়িদিয়ে আত্মহত্যা করে। সকালে প্রতিবেশিরা খবর দেয় তার বাপের বাড়িতে। এমনটাই জানিয়েছে মৃতার কাকু প্রমোদ রাউল। জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিস দেহ উদ্ধার করেছে।

অভিযোগ, ৬মাস আগে ওড়িশার বস্তার কুন্ডপুর গ্রামের প্রিয়াঙ্কা, বাড়ির অমতে ফতেপুরের ভোলানাথ রায়(২৬) কে বিয়ে করে। বিয়ের দু’এক মাস পরথেকেই বাড়িতে অশান্তি শুরু হয়। কয়েকদিন বাপের বাড়ির সাথে যোগাযোগ করে ১০হাজার টাকা আনতে বলা হয় প্রিয়াঙ্কাকে। কিন্তু বাপের বাড়ির লোক এই বিয়ে মেনে না নেওয়ায়, সে তাঁদের টাকার কথা বলতে পারেনি। অবশেষে সে আত্মহত্যার রাস্তা বেছে নেয় বলে আভিযোগ।মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক মৃতের শ্বশুরবাড়ির লোকজনেরা॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট