জলঙ্গীঃ জলঙ্গীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। মঙ্গলবার সন্ধ্যায় জলঙ্গী থানার পুলিস গোপনে খবর পেয়ে জলঙ্গী থানার ভাদুড়িয়াপাড়া কুঠির মোড় এলাকা থেকে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় ২টি মাস্কেট, ৫টি 9mm পিস্তল, ৫টি ওয়ান সাটার পিস্তল এবং ১৫রাউন্ড তাজা কার্তুজ। ধৃত ব্যাক্তির নাম আমিন মন্ডল। পুলিস সূত্রে জানা গিয়েছে ধৃত আমিন মন্ডলের বাড়ি ডোমকল থানার কামুড়দিয়ার মীরপুর গ্রামে। তবে কিভাবে এত বিপুল অস্ত্র তার কাছে মজুত হল তা খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা সেই ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিস। ধৃতকে বুধবার জেলা আদালতে তোলা হলে পুলিসি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।
জলঙ্গীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক
বুধবার,১৬/০১/২০১৯
586
বাংলা এক্সপ্রেস---