নিজস্ব প্রতিবেদন ; মহিলাদের যৌনতার বিষয়ে অনেকেই মৌন থাকেন । এ ব্যাপারে তাঁরা কখনোই খোলামেলা আলোচনা করতে পারেন না। নারীরা যৌনতা, যৌন সম্পর্ক, যৌন অভিজ্ঞতা এবং তাঁদের যৌন সমস্যা নিয়ে অহেতুক লজ্জা পান। হাজার হাজার মহিলারা কেবল লজ্জার কারণে সমস্যা প্রকাশ্যে আনেন না এবং চিকিৎসাও করাতে পারেন না। বিশেষজ্ঞ দের মতে হস্তমৈথুন একটি প্রাকৃতিক, স্বাভাবিক এবং সুখী অভিজ্ঞতা। প্রত্যেক মহিলাদের আনন্দ করার অধিকার আছে। হস্তমৈথুন যৌন চাপ কমায় এবং নিজের সম্পর্কে ভালো অনুভব করার একটি দুর্দান্ত উপায়। যদিও যৌন মিলন একটি শ্রদ্ধাশীল, সুন্দর এবং পরিপূর্ণ অভিজ্ঞতা, তবে যারা এটি অর্জন করতে পারেন না তাদেরও আনন্দ করার অধিকার রয়েছে – যা হস্তমৈথুন দ্বারা অর্জন করা যেতে পারে। বিশেষজ্ঞ দের মতে পিরিয়ডের সময় মহিলাদের সমস্যা কমাতে পারে হস্তমৈথুন
পিরিয়ডের সময় মহিলাদের সমস্যা কমাতে পারে হস্তমৈথুন
বুধবার,১৬/০১/২০১৯
5238
বাংলা এক্সপ্রেস---