‘‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত! কে করলেন এমন টুইট


বুধবার,১৬/০১/২০১৯
951

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; শুভেচ্ছার জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। সেহবাগ প্রথাগত ঢঙে টুইট করে লেখেন, ‘‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত! বিরাট কোহলির অসাধারণ ইনিংস। ধোনি ও কার্তিকের ফিনিশিং স্টাইল। আমাদের আরও ম্যাচ দরকার যেখানে চার, পাঁচ ও ছ’নম্বরে নামা প্লেয়াররা ম্যাচ জেতাবে।” এদিন প্রাক্তন তারকা ক্রিকেটার লক্ষ্মণ লেখেন, ‘‘অসাধারণ রান তাড়া করে জয়। বিরাটের অনবদ্য সেঞ্চুরি, যা দেখে মনে হচ্ছিল খুব সহজ। স্বাভাবিক ভাবে এই জয় আবার ম্যাচে ফেরাবে ভারতীয় দলকে তা বলার অপেক্ষা রাখে না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট