নিজস্ব প্রতিবেদন ঃ এই মুহুর্তে মাঠে নামল ভারতীয় দল । ওপেনিং করতে নামলে রোহিত ও ধাওয়ান। শুরুতেই ধাওয়ানের ঝোড়ো ইনিংস চলছে। এই মুহুর্তে ভারতের রান ৩৪ বিনা উইকেটে। ৬ ওভারে শেষে ধাওয়ানের রান ১৯ । অপরদিকে রোহিত শর্মা রয়েছে। শুরুটা ভালোই হয়েছে ভারতীয় দলের। বিদেশের মাটিতে ঘুরে দাঁড়াতে আজকের ম্যাচে টিমকে ভালো জায়গায় নিয়ে যেতে এই জুটির উপর ভরসা রেখেছে অনেকে।আজ সিরিজের গুরুত্বপুর্ন ম্যাচ। রোহিতের ব্যাট থেকে বড় রানের আশা করছেন ক্রিকেট সমর্থকগন।
মাঠে নামল রোহিত ধাওয়ান জুটি
মঙ্গলবার,১৫/০১/২০১৯
643
বাংলা এক্সপ্রেস---