অন্যতম বাঙালি সাহিত্যিক এবং মানবাধিকার আন্দোলন কর্মী। মহাশ্বেতা দেবী; জন্মদিন আজ


সোমবার,১৪/০১/২০১৯
6958

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ অরণ্যবাসী মানুষের অধিকারের জন্য আগুন ঝরানো কলম সৈনিক মহাশ্বেতা দেবী। সমাজ সেবা তথা সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের বঞ্চনা, শোষণের বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন তেজদীপ্ত কথাকাব্যে।আজকের দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল হাজার চুরাশির মা, রুদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। জন্মদিনে পদ্মশ্রী লেখিকা তথা মানবাধিকার আন্দোলনকর্মী মহাশ্বেতা দেবীকে স্মরণ করল সার্চ ইঞ্জিন গুগল | আজকের গুগল ডুডলে ৮২ তম জন্মদিনে  সাহিত্যের ক্ষেত্রে লেখিকার অবদানের কথা স্মরণ করিয়ে দেয় |

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট