পরিবারের কারও কাস্ট সার্টিফিকেট আছে?জেনে নিন আপনার জন্য কিকি লাগবে


সোমবার,১৪/০১/২০১৯
2123

বাংলা এক্সপ্রেস---

বাংলাএক্সপ্রেস:শিক্ষা-চাকরি কিংম্বা রাজনীতি প্রায় সব ক্ষেত্রেই সংরক্ষণ প্রথা চালু রয়েছে।আর সেই সংরক্ষণের সুবিধা পেতে গেলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন।আমাদের রাজ্য এই কাস্ট সার্টিফিকেট মূলত তিন প্রকার।এসসি-এসটি এবং ওবিসি।ওবিসি আবার এ ও বি দুধরণের হয়।কার্ড গুলির জন্য আপনাকে আবেদন করতে হবে স্থানীয় বিডিওতে।এবারে জেনে নিন কিকি ডকুমেন্ট লাগবে।
১)আপনার পরিবারে যার ওবিসি সার্টিফিকেট আছে,সেটার স্বপ্রত্যয়িত জেরক্স।
২)পিতার ভোটার কার্ড,আধার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স।
৩)আবেদনকারির জন্ম সার্টিফিকেট,আধার কার্ড অথবা এডমিট কার্ডের জেরক্স।
৪)প্রধান কর্তৃক প্রত্যয়িত রক্তসম্পর্কের সংশাপত্র,বাসিন্দা সার্টিফিকেট এবং পরিবারের মাসিক আয়ের সংশাপত্র।
৫)প্রধান দ্বারা প্রত্যয়িত তিনটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

কাস্ট সার্টিফিকেট ৩০ টি কাজের দিনের মধ্যে পাওয়া নাগরিকদের আইনি অধিকার।আজই আবেদন করতে পারেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট