আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নিতে চলেছেন টেনিস তারকা আন্ডি মারে। তিনি শুক্রবার মেলবোর্নে সাংবাদিক সম্মেলন করে একথা জানান। চোটের জন্য তিনি অবসর নিতে যাচ্ছেন। মারে বলেন, ‘আমি আমার দলের সাথে কথা বলেছি। আমি তাদেরকে বলেছি আমি আমার ব্যাথা বয়ে নিয়ে যেতে পারছি না। আমার কোনো ধারনা নেই এটা কবে থামবে।’ একথা বলতে বলতে তাঁর চোখে জল এসে যায়। তিনি সম্ভবত উইম্বলডন খেলার পর অবসর নেবেন। আন্ডি মারে তিনটি গ্রান্ড স্লাম টাইটেল জিতেছিলেন এবং অলিম্পিকে দুটো সোনার পদকও জিতেছিলেন। গত বছর জানুয়ারি মাসে তাঁর পায়ে সার্জারি করা হয় এবং তারপর থেকেই তিনি চোটের আঘাতে ভুগতে থাকেন।
টেনিস থেকে অবসর ঘোষণা মারের
রবিবার,১৩/০১/২০১৯
723
বাংলা এক্সপ্রেস---