ঝাড়গ্রাম: স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্ম দিন পালন ও অনগ্রসর শ্রেণি কল্যান দপ্তর ও আদিবাসী উন্নয়ন বিভাগ দ্বারা আয়োজিত হল আদিবাসী মেলা। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবাড়া পঞ্চায়েত সমিতি ও ব্লকের পক্ষ থেকে তপশিয়া হাইস্কুল মাঠে শনিবার এই মেলা শুরু হয়। আজ এই মেলার উদবোধন করেন বেলিয়াবাড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জিশান খান ও চূড়ামণি মাহাত৷ এছাড়াও উপস্থিত ছিলেন বেলিয়াবাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর শিং, ভীমচন্দ্র করন (পঞ্চায়েত সমিতির সদস্য)।
গোপীবল্লভপুর ২ংব্লকে শুরু হল আদিবাসী মেলা
শনিবার,১২/০১/২০১৯
595
কার্ত্তিক গুহ---