২৬টি গোরু সহ ২জন ভারতীয় গোরু পাচারকারী গ্রেপ্তার


শনিবার,১২/০১/২০১৯
476

বাংলা এক্সপ্রেস---

সুতিঃ সুতি থেকে ২৬টি গোরু সহ ২জন ভারতীয় গোরু পাচারকারী গ্রেপ্তার। শনিবার ভোর রাত্রে সুতি থানার পুলিস ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ২জনকে আটক করে। তারা যে গোরুগুলি পাচারা করার জন্য নিয়ে যাচ্ছিল সেই ২৬টি গোরুকে আটক করে। পুলিস সূত্রে জানা গিয়েছে রাতের অন্ধকারে পাচারকারীকা প্রায় দিন গোরু পাচারে সামিল হয়। শনিবার ভোর রাতে একই ভাবে গোরু পাচার করছিল। সেই সময় পুলিস মোজাফর মহলদার এবং বাগারুল ইসলাম নামে এই ব্যাক্তিকে আটক করে গ্রেপ্তার করে। শনিবার ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট